নিজস্ব প্রতিবেদক:
সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে নাটোরের একটি মুক্তিযোদ্ধা পরিবার।
দলবলসহ বাড়ির ওপর নিয়মিত মহড়া ও গালি গালাজের কারণে অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছে পরিবারটি। মঙ্গলবার দুপুরে নাটোর এক সংবাদ সম্মেলনে শহরের হরিশপুর এলাকার মুক্তিযোদ্ধা আবুল হোসেনের পরিবার এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আবুল হোসেনের ছেলে পরিবহণ ব্যবসায়ী মেহেদী হাসান নয়ন অভিযোগ করে বলেন, হত্যা সহ একাধিক মামলার আসামি শহরের চৌধুরী পাড়া এলাকার তালহা চৌধুরী তাদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল।চাঁদা না দেয়ায় ১৬ জুলাই তালহা তার সহযোগীদের নিয়ে হামলা চালিয়ে জখম করে নয়নকে। এ ঘটনায় মামলার পর পুলিশ তালহাতে গ্রেফতার করে। সোমবার জামিনে ছাড়া পেয়ে দলবল সহ বাড়ির ওপর চড়াও হয়ে পরিবারটিকে হুমকি দিতে শুরু করে।
সংবাদ সম্মেলনে ওই পরিবারের নারী সদস্য সহ প্রায় সকলেই উপস্থিতি ছিলেন।
আরও দেখুন
বন্ধ চিনি কলের মধ্যে অন্তত ১ টি হলেও চালু করবে সরকার- আদিলুর রহমান খান
নিজস্ব প্রতিবেদক,,,,,, বর্তমান সরকার সকল কিছুর পরিবর্তন করে দিবে সেটা সম্ভব না। শুক্রবার ( ১৫নভেম্বর) …