নিজস্ব প্রতিবেদক:শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে নাটোরে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। আজ ২০ অক্টোবর শুক্রবার সকাল সয়টার দিকে নিজ বাড়ি শংকর ভবনে এই বস্ত্র বিতরন করেন তিনি। এ সময় মেয়র ৫০০ জন নারী-পুরুষের মাঝে শাড়ি এবং লুঙ্গি বিতরণ করেন। যারা শাড়ি এবং লুঙ্গি পাননি তাদের নগদ অর্থ তুলে দেন তিনি। ভিড় সামলাতে এসময় বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়।
এই বস্ত্র বিতরণকালে মেয়র জানান, ধর্ম যার যার উৎসব সবার। প্রতিটি উৎসবে আমরা যেন এক হয়ে যেতে পারি। তিনি জানান,এটি তাদের পারিবারিক রীতি। প্রতি উৎসবে ঈদ এবং পূজায় এই বস্ত্র বিতরণ তাদের পারিবারিক অনুষ্ঠান। তিনি আরো জানান, তার বাবা প্রয়াত কিংবদন্তি নেতা এবং সাবেক সংসদ সদস্য শংকর গোবিন্দ চৌধুরী দুঃখী মানুষের কথা চিন্তা করে এই পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার কন্যা হিসেবে আমার সাধ্যমত আমি চেষ্টা করে যাচ্ছি।
এসময় মেয়রের দেয়া কাপড় পেয়ে অনেকে উল্লাস প্রকাশ করেন।