সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

 নিজস্ব প্রতিবেদক:

নাটোরে সড়ক দুর্ঘটনায় বিমল পাল(৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ ৫ অক্টোবর শনিবার সকাল আটটার দিকে শহরতলীর দিঘাপতিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বিমল পাল দিঘাপতিয়া এলাকা এলাকার মৃত বৃন্দাবন পালের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল আটটার দিকে শহরতলীর দিঘাপতিয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় এক অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা আরো জানান বিমল পাল সকালবেলা শহরের একটি মিষ্টির দোকানে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক অটোরিকশা থেকে আটক করলেও পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় অটো রিক্সা সহ তার চালককে ছেড়ে দেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …