রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে সড়ক দুর্ঘটনায় এসএ টেলিভিশনের ক্যামেরাপার্সন আহত

নাটোরে সড়ক দুর্ঘটনায় এসএ টেলিভিশনের ক্যামেরাপার্সন আহত

নিজস্ব প্রতিবেদক
নাটোরে এসএ টেলিভিশনের ক্যামেরাপার্সন মোঃ শরীফ সড়ক দুর্ঘটনায় আহত। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা নারদ বার্তাকে জানান, শরীফ নিজ বাড়ি জামনগর থেকে মোটরসাইকেল চালিয়ে নাটোর শহরের দিকে ফিরছিলেন। পথে নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর নামক জায়গায় পৌঁছালে রাস্তার পাশ থেকে একটি ষাঁড় গরু দৌড়ে এসে মোটরসাইকেলসহ শরীফকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এতে গুরুতর আহত অবস্থায় সেখানকার স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় বলেও নারদ বার্তাকে জানান তারা।

সেখানে তার মাথায় চারটি সেলাই দেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক আপাতত তাকে বিপদমুক্ত বলে ঘোষণা দিয়েছেন। তাকে দেখতে হাসপাতালে ছুটে যান নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক বাপ্পি লাহিড়ী, ডিবিসি নিউজের নাটোর প্রতিনিধি এবং নারদ বার্তা বিডি ডটকম এর প্রকাশক-সম্পাদক পরিতোষ অধিকারী, এসএ টেলিভিশনের নাটোর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টুটুলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …