নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা তৈরি, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা বিষয়ে আজ নাটোরের বিভিন্ন উপজেলায় মোট ১৫ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
করোনা প্রতিরোধে চলমান এই অভিযানকে ত্বরান্বিত করতে স্বয়ং জেলা প্রশাসক মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সঙ্গনিরোধ অমান্য করায় নলডাঙ্গায় এক ব্যাক্তিকে ২০০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া গণজমায়েত বন্ধে বিপ্রবেলঘরিয়া হাট, হালসা হাট এবং সিংড়ার জামতলি হাট বন্ধ করা হয়। এসব হাটে শুধু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা থাকবে। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে বড়াইগ্রামের মৌখরা হাট ও ভরতপুর এলাকায় বিভিন্ন অপরাধে তিন ব্যবসায়ীকে মোট ৮০০০ টাকা এবং নাটোর সদরের তিন ব্যবসায়ীকে ৩০০০ টাকা অর্থদণ্ড করা হয়।
এসব অভিযানে করোনা প্রতিরোধে স্থানীয় জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সচেতন করা হয়।
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে সঙ্গ নিরোধ অমান্য ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …