নিজস্ব প্রতিবেদক: নাটোরে সঙ্গীতগুরু আচার্য্য শৈলজারঞ্জন মজুমদারের ১১৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে সোমবার বিকেল ৫টার দিকে শহরের নবাব সিরাজ-উদ-দৌলা কলেজ অডিটোরিয়ামে “চয়নিকা” এর উদ্যোগে বিশ্বভারতী, শান্তনিকেতন এর শিল্পী ও কলাকুশলী বৃন্দদের পরিবেশনায় সঙ্গীত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যালেখ্য ’বর্ষামঙ্গল’ অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা আয়োজিত এবং রবীন্দ্র সঙ্গীত সম্মীলন পরিষদের সহযোগিতায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র উমা চৌধুরী জলি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসান। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর সুজিত কুমার বসু ও ডক্টর স্বপন কুমার দত্ত, চয়নিকার কর্ণধার এস বি বিপ্লব আচার্য, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, নাটোর জজ কোর্টের পিপি এ্যাড. সিরাজুল ইসলাম প্রমুখ। ১ম পর্বের আলোচনা শেষে সঙ্গীত এবং নৃত্যালেখ্য অনুষ্ঠিত হয়। মিলনায়তনে দর্শক শ্রোতারা মুগ্ধ হয়ে অুষ্ঠান উপভোগ করেন।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …