নিজস্ব প্রতিবেদক:
সকালে ৫০ কেজির পর বিকেলে ১০ কেজি গাঁজাসহ মোঃ সোহাগ (২৩) এবং হাফিজুর রহমান (২৬) নামের দুই জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর একটি দল।
আজ ২০ জুলাই বিকেল পাঁচটার দিকে শহরের ফুলবাগান এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের হেলি পোর্ট মাঠের পাশে অভিযান পরিচালনা করা হয়। সেখানে কুড়িগ্রাম থেকে রাজশাহী গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ওই দুইজনকে আটক করা হয়। আটক মোহাম্মদ সোহান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আব্দুল মোতালেব এর ছেলে এবং হাফিজুর একই এলাকার আবুল হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী টিমের পরিদর্শক পারভিন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর একটি টিম আজ ২০ জুলাই বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে নাটোর শহরের ফুলবাগান এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় কুড়িগ্রাম থেকে রাজশাহী গামী খান স্পেশাল নামে এক যাত্রীবাহী বাসে তল্লাশি চালালে ডিস লাইনের তারের কয়েলের ভিতর বিশেষভাবে লুকানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে গাঁজা বহনের অভিযোগে সোহাগ এবং হাফিজুর কে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …