বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে সকালে সুস্থ ৫৬ জন বিকেলে আক্রান্ত ৫৭ জন

নাটোরে সকালে সুস্থ ৫৬ জন বিকেলে আক্রান্ত ৫৭ জন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে সকালে করোনা ভাইরাস আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ৫৬ জন, বিকেলে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে ৫৭ জন। মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে ৫৬ জন সুস্থ হওয়ার খবর পাওয়া যায়। অপরদিকে সন্ধ্যায় আরো ৫৭ জন আক্রান্তের খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। এ নিয়ে জেলায় মোট ৭২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। অপরদিকে সুস্থ হয়েছেন ৪১৪ জন।

পুলিশ সদস্যসহ মারা গেছেন মোট তিনজন। এ পর্যন্ত ৬৪৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। তারমধ্যে ৫১২২জনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে ৩৮২জন এর নমুনা পরীক্ষা এখনো অপেক্ষমাণ রয়েছে। নমুনা অকার্যকর হয়েছে ১৬৯ জনের। আক্রান্তের দিক থেকে এখনো শীর্ষে রয়েছে নাটোর সদর। এই উপজেলায় মোট আক্রান্ত হয়েছে ১৫৫জন। দ্বিতীয় স্থানে বড়াইগ্রাম উপজেলা ১২৬জন।

৩৮২ জনের নমুনা অপেক্ষমান থাকায় আশঙ্কা করা হচ্ছে এদের মধ্যে অধিকাংশই করোনাভাইরাস পজিটিভ হতে পারে। সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান জানান, মানুষের উদাসীনতায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের কঠোর নজরদারি সত্ত্বেও এই বৃদ্ধি সচেতন মহলকে ভাবিয়ে তুলছে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …