শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে সংঘর্ষে নারীসহ আহত ৮

নাটোরে সংঘর্ষে নারীসহ আহত ৮

নিজস্ব প্রতিবেদক: নাটোরে পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ আটজন হয়েছেন। শুক্রবার(৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে নাটোর সদর উপজেলার মাঝদিঘা দক্ষিণপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- রবিউল ইসলাম, রমজান আলী, জুলেখা বেগম, আব্দুর রাজ্জাক, আসাদুল, শহিদুল ইসলাম, নাঈম ও ইলিয়াস হোসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে শুক্রবার দুপুরে জুমার নামাজে যাওয়ার সময় দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় দুইজনের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঘটনার এক পক্ষের রমজান আলী বলেন, গতকাল আমার ভাতিজাকে তারা মারধর করে। আজকে আবার তাতে মারতে বাড়িতে আসে। আমরা বাধা দিলে তারা আমাদের ওপর হামলা করে। এতে আমার স্ত্রী ও ভাইসহ চারজন আহত হয়। ছাতনী এলাকার খায়রুল ইসলাম মুক্তা বলেন, আমাদের লোকজন দুপুরে জুমার নামায পড়তে মোটরসাইকেল যোগে যাচ্ছিল। এসময় রাস্তায় গুন্ডা বাহিনী অতর্কিতভাবে অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এতে আমাদের চারজন রক্তাক্ত জখম হয়। দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, এ ধরনের কোনো ঘটনা বা অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …