মঙ্গলবার , জানুয়ারি ১৪ ২০২৫
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে সংগোপনে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করলেন মেয়র জলি

নাটোরে সংগোপনে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করলেন মেয়র জলি

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে সংগোপনে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করলেন মেয়র উমা চৌধুরী জলি। প্রতিদিনই তিনি সন্ধ্যার পরে এভাবে খাদ্য সহায়তা বিতরণ করেন।

মেয়র উমা চৌধুরী জলি জানান,যারা প্রকাশ্যে সহযোগিতা নিতে লজ্জা পায়,তাদেরকে ও তাদের শিশুদেরকে রাতের আঁধারে সংগোপনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার পৌঁছে দিচ্ছি। সেই সঙ্গে তাদের যাতায়াতের জন্য নিজ উদ্যোগে খরচও দিচ্ছি প্রতিদিন।
তিনি আরো জানান, দরিদ্র নিম্নবিত্ত অনেক মানুষ আছেন যারা প্রকাশ্যে প্রধানমন্ত্রীর এসকল উপহার গ্রহণ করেন। কিন্তু অনেক নিম্নমধ্যবিত্ত আছেন যারা প্রকাশ্যে এসকল সহায়তা উপহার নিতে লজ্জা বোধ করেন, তাদের জন্যই এই উদ্যোগ।
তিনি জানান, পৌরসভার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই এমন অসংখ্য ফোন আসে তার কাছে এই খাদ্য সহায়তার জন্য।

আরও দেখুন

তারুণ্যের উৎসবে লোকনাট্য সমারোহে জনপ্রিয় লোকনাট্য আলকাপ গান মঞ্চস্থ॥ শিল্পীদের দূর্দশা কাটেনি

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,‘আলকাপ’ মূলতঃ অবিভক্ত বঙ্গদেশের লোকসংগীত। অবিভক্ত মুর্শিদাবাদ অঞ্চলের মুসলমান সম্প্রদায়ের নিজস্ব এ লোকসংগীতের চর্চা …