শনিবার , এপ্রিল ২০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে সংক্ষিপ্ত পরিসরে অন্যতম উৎসব ‘রথযাত্রা’ উদযাপিত

নাটোরে সংক্ষিপ্ত পরিসরে অন্যতম উৎসব ‘রথযাত্রা’ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনাভাইরাস সংক্রমণের কারণে সংক্ষিপ্ত পরিসরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম উৎসব ‘রথযাত্রা’ পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নাটোর রাজবাড়ীতে অবস্থিত শ্যামসুন্দর মন্দিরসহ বেশ কয়েকটি এলাকা থেকে রথ শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন মন্দির থেকে খন্ড খন্ড শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার ও স্ব স্ব মন্দিরে ফিরে যায়।

করোনা ভাইরাস সংক্রমণের কারণে স্বাস্থ্য বিধি অনুসরণ করে সামান্য কিছু ভক্তের অংশগ্রহণে এই রথযাত্রা পালিত হয়েছে। দুপুরে শহরের ইসকন মন্দিরে এই রথ যাত্রার উদ্বোধন করেন পৌর মেয়র ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উমা চৌধুরী জলি।

আরও দেখুন

২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি ট্রেনের ইঞ্জিনের হুকে ঝুলে ছিল নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক,হিলি :দিনাজপুরের হিলি রেলস্টেশনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে …