সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

নাটোরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি উমা চৌধুরী জলি, সহ-সভাপতি অ্যাডভোকেট প্রসাদ তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, জয় কালী বাড়ি মন্দির কমিটির সভাপতি খগেন্দ্র নাথ সাহা, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, সদর সার্কেলের এসপি অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত প্রমূখ।

করোনা কালে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কিভাবে এই উৎসব পালন করা যায় সেই উপলক্ষে সভায় আলোচকগণ মতামত প্রকাশ করেন। উল্লেখ্য ২৩ জুন মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হবে। প্রস্তুতিমুলক সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখা এবং রথযাত্রা কমিটির সদস্যবৃন্দ।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …