শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে শ্রীশ্রী ভাটোদাঁড়া কালী মাতার পূজার দ্বিতীয় দিন

নাটোরে শ্রীশ্রী ভাটোদাঁড়া কালী মাতার পূজার দ্বিতীয় দিন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে শ্রী শ্রী ভাটোদাঁড়া কালী মাতার পূজার দ্বিতীয় দিন চলছে। এই উপলক্ষে দুপুর থেকেই শ্রী শ্রী কালী মাতার পূজা অঞ্জলি এবং বলি প্রদান অনুষ্ঠিত হবে। পরে রাত্রিবেলায় ভোগ আরতির মধ্য দিয়ে দ্বিতীয় দিনের পূজা সমাপ্ত হবে। আগামীকাল সোমবার রাত্রিতে ভোগ আরতির মধ্যে দিয়ে পূজার সমাপ্তি ঘটবে।

উল্লেখ্য গতকাল দুপুরে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি এই পূজার শুভ উদ্বোধন করেন।

ভাটোদাঁড়া কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ জানান, এবারের পূজায় স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরো জানান, করোনা প্রাদুর্ভাব এর কারণে এই পূজা আষাঢ় মাসে অনুষ্ঠিত না হয়ে এখন অনুষ্ঠিত হচ্ছে। সে কারণে উপস্থিতির হার তুলনামূলকভাবে অনেক কম। মাস্ক পড়ে পূজায় আসার জন্য তিনি সকল ভক্তবৃন্দকে অনুরোধ জানান।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …