সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নাটোরে শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার বেলা এগারোটার দিকে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় এর সামনে জাতীয় সঙ্গীতের পথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন স্বাধীনতা যুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন, তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলি বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস,সহ আওয়ামী লীগ শ্রমিক লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা ও কর্মীরা। আন্দোলন সংগ্রাম সাফল্য ও ঐতিহ্যের ৫১ বছর•উদযাপন করতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …