মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে শ্রমিক নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নাটোরে শ্রমিক নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে শ্রমিক নেতা নাজমুল শেখ বাপ্পির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। জেলা ট্রাক ট্যাংক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে আজ ২৭ সেপ্টেম্বর বুধবার সকাল দশটার দিকে শহরের স্বাধীনতা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও এসে স্বাধীনতা চত্বরে সমাবেশ করে।

সেখানে নাটোর জেলা ট্রাক ট্যাংক লরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান চুন্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোস্তারুল আলম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় বক্তারা অতি দ্রুত সময়ের মধ্যে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল শেখ বাপ্পির উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তা না হলে তারা আলোচনার মাধ্যমে বৃহত্তর কর্মসূচি প্রদানের হুমকি দেন। উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর রাতে ট্রাক ট্যাংক লরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বাপ্পি ওরফে হাড্ডি বাপ্পিকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …