রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিবন্ধী দিবস পালিত

নাটোরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিবন্ধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহন, নিশ্চিত করবে এসডিজি অর্জন’ এই প্রতিপাদ্য বিষয়ে নাটোরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার সকালে শহরের মহারাজা জগদিন্দ্রনাথ স্কুল এন্ড কলেজ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে রাণী ভবানী রাজবাড়ির আনন্দ ভবনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু নাছের ভুঞা, অতিরিক্ত জেলা প্রশাসক মাছুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ পরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ সাহাসহ অন্যান্যরা।সভায় বক্তারা বলেন, ২০৩০ সালের টেকসই উন্নয়নের অভিস্ট লক্ষ্য অর্জনের পথে সমৃদ্ধ বাংলাদেশের গন্তব্যে এগিয়ে যাচ্ছে দেশ।

দেশের এই কাংখিত উন্নয়ন নিশ্চিত হবে তখনই, যখন উন্নয়নের এই ¯্রােতধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহন এবং তাদের উদ্ভাবনকে সম্পৃক্ত করা যাবে। সরকার এই লক্ষ্যে কাজ করছে। প্রতিবন্ধীদের জন্য শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থানের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৫৫টি হুইল চেয়ার এবং সাতটি ট্রাই সাইকেল বিতরণ করা হয়।

Enter

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …