সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে শোক দিবস পালন করলো পূজা উদযাপন পরিষদ

নাটোরে শোক দিবস পালন করলো পূজা উদযাপন পরিষদ

নিজস্ব প্রতিবেদক
নাটোরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শোক দিবস পালন করেছে। সোমবার বিকেলে নাটোর রাজবাড়ি আনন্দ ভবনে এই শোকসভা অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রসাদ তালুকদার প্রমুখ। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ৪৪ তম শাহাদতবার্ষিকীতে পূজা উদযাপন পরিষদের দাবি শোষন-বঞ্চনা সাম্প্রদায়িকতাহীন সমঅধিকার ভিত্তিক রাষ্ট্র।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …