সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও নতুন ভবন উদ্বোধন 

নাটোরে শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও নতুন ভবন উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বড় হরিশপুর শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুলাহ আল সাকিব বাকী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই পাঠানসহ অন্যান্যরা।
এর আগে এক কোটি দুই লক্ষ বায়ান্ন হাজার তিনশো ছাপ্পান্ন টাকা ব্যায়ে বিদ্যালয়ের নতুন ভবনের ্সম্প্রসারিত দ্বিতল ও ত্রিতল ভবনের উদ্বোধন করেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …