নিজস্ব প্রতিবেদক:
“ক্রীড়াই ঐক্য ক্রীড়াই বল” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে শেখ রাসেল স্মৃতি প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই প্রীতি ম্যাচে ঢাকা এফসি এবং রাজশাহী দারুসা ফুটবল একাডেমি অংশগ্রহণ করে। আজ ২৮ অক্টোবর শুক্রবার বিকেলে নাটোর সদরের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সূর্য্যসেনা ফুটবল একাডেমির আয়োজনে এই ম্যাচে ঢাকা এফসি রাজশাহী দারুসা ফুটবল একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে বিজয়ী হয়।
খেলার প্রথমার্ধের তিন মিনিটে ঢাকা এফসির স্বপ্না এক গোল করেন। বিশ মিনিটে আরো একটি গোল করেন ঢাকা এফসির আইরিন। প্রথমার্ধে ওই দুই গোলে ই খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে আবারো গোল করেন ঢাকা এফসির আইরিন। পরে আর কোন গোল না হয় নির্ধারিত সময়ের মধ্যেই ঢাকা এফসি বিজয়ী হয়। ম্যান অব দ্যা ম্যাচ হন ঢাকা এফসির আইরিন।
এই খেলা দেখতে আশেপাশের এলাকার প্রচুর জনসমাগম হয়।
সূর্য্যসেনা ফুটবল একাডেমির সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, মাদকমুক্ত সমাজ তৈরি করা এবং গ্রাম পর্যায়ে নারী ফুটবলকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই প্রীতি ম্যাচের আয়োজন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …