নিজস্ব প্রতিবেদক:
নাটোরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে আজ ৫ আগস্ট শুক্রবার নাটোর শহরের কান্দিভিটা জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় দলীয়ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু এবং শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পপস্তব অর্পণ, তাদের স্মরণে এক মিনিট নিরবতা, দোয়া অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরি জলি , জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা বিউটি আহম্মেদসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগের নেতা কর্মীবৃন্দ।
অপরদিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একই কর্মসূচি পালন করেন তারা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামিম আহম্মেদ, পুলিশ সুপার অ্যাডিশনাল ডিআইজি লিটন কুমার সাহা, পিবিআই পুলিশ সুপার শরিফ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …