রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নাটোরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

 নিজস্ব প্রতিবেদক, নাটোর:

নাটোর, ৩১ ডিসেম্বর, ২০২২ (বাসস) : জনতা ব্যাংক লিমিটেড নাটোরের সাড়ে পাঁচশ’ শীতার্ত মানুষকে শীতবস্ত্র প্রদান করেছে। আজ শনিবার বেলা ১১টায় শহরের বড়হরিশপুর এলাকায় এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।

জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক অজিত কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জনতা ব্যাংক লিমিটেড রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুর রাজ্জাক,ব্যাংকের রাজশাহী অঞ্চলের উপমহাব্যবস্থাপক মোঃ জাহাংগীর হোসেন জোয়ার্দ্দার এবং নাটোর অঞ্চলের উপমহাব্যবস্থাপক মোঃ সফিকুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে উন্নয়ন-সমৃদ্ধিতে এগিয়ে যাচ্ছে দেশ। পাশাপাশি মানবিক রাস্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে দেশ। এই লক্ষ্য পূরণে সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …