রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / নাটোরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন

নাটোরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের পৃথক দুটি স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসনের কর্মকর্তারা। রবিবার রাত আটটার দিকে প্রথমে রেলওয়ে স্টেশনের ভাসমান ছিন্নমূল শীতার্থদের মাঝে এবং পরে সদর উপজেলার হালশা ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

দুটি স্থান এই অসহায় শীতার্তদের মাঝে ১৫০টি কম্বল বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার এবং সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এই কম্বল গুলি পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে বলে জানান কর্মকর্তারা।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …