শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / নাটোরে শিশু পার্ক, সুইমিংপুল স্থাপনসহ শিশুদের মানসিক বিকাশে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ

নাটোরে শিশু পার্ক, সুইমিংপুল স্থাপনসহ শিশুদের মানসিক বিকাশে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ

নিজস্ব প্রতিবেদক:
“শিশুর সাথে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে” এই স্লোগানকে প্রতিপাদ্য রেখে জেলার শিশুদের মানসিক বিকাশ নিশ্চিত করতে বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ সোমবার বেলা এগারোটায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা এ পরিকল্পনার কথা বলেন।

নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ সভা প্রধানের দায়িত্ব পালন করেন।

সভায় বক্তারা বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতিতে শিশুরা খানিকটা গৃহবন্দী হয়ে পড়েছে। স্বাভাবিক সময়েও স্কুলের পড়াশুনার চাপে তাদের স্বাভাবিক মানসিক বিকাশ বাঁধাগ্রস্থ হচ্ছে। সৃজনশীল কর্মকান্ডে শিশুদের নিয়োজিত করার মধ্য দিয়ে তাদের বেড়ে উঠা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে নাটোরে একটি শিশু পার্ক স্থাপন, সুইমিংপুল স্থাপন, বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির ভবন নির্মাণের মধ্য দিয়ে তাদের বিনোদন নিশ্চিত করা হবে। এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন পর্যায়ে নিয়ে যাওয়া হবে।

জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম রাব্বি, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …