রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে শিশু ধর্ষণ চেষ্টাকারী আটক

নাটোরে শিশু ধর্ষণ চেষ্টাকারী আটক

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাসুদ হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন জানান, গত ১৪ জানুয়ারি শহরতলীর বনবেলঘড়িয়া আর্দশ গ্রাম এলাকায় মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণির এক ছাত্রী বাড়ির পাশে খেলা করছিলো। এ সময় বাড়ির পাশের একটি পুকুরের পাহারাদার মাসুদ হোসেন (৪৮) শিশুটিকে মাছ দেয়ার কথা বলে ডেকে নেয়। শিশুটি পুকুর পাড়ে গেলে মাসুদ তার গলায় চাকু ধরে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে মাসুদ পালিয়ে যায়। এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে তার বাড়ি পৌঁছে দেয়। বৃহস্পতিবার রাতে মাসুদ এলাকায় আসলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। বৃহস্পতিবার রাতেই শিশুটির বাবা অভিযুক্ত মাসুদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …