সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে শিক্ষা বিষয়ক পরিকল্পনা সভা

নাটোরে শিক্ষা বিষয়ক পরিকল্পনা সভা

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

নাটোর, ৫ ডিসেম্বর, ২০২২ (বাসস) : জেলায় শিক্ষা বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসডিজি’র সাথে অষ্টম পঞ্চ-বার্ষিকী পরিকল্পনার সাথে সংগতি রেখে শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ্য অর্জনের জন্যে গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে হবে। এজন্যে কারিকুলামকে যুযোপযোগী, বাজেটে জিডিপি’র আনুপাতিক হারে শিক্ষা বরাদ্দ বৃদ্ধি, বৈষম্য দূর করা, ব্যবস্থাপনা কমিটির মান বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের পুষ্টি উন্নয়ন ইত্যাদি নিশ্চিত করতে হবে। শিক্ষা পরিকল্পনাকে ফলপ্রসূ করার লক্ষ্যে সভায় অংশগ্রহনকারীবৃন্দ শিক্ষার সমতা, গুণগতমান বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইউনিসেফের বিশেষজ্ঞ জিয়াউস সবুর।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন, জেলা শিক্ষা অফিসার আখতার হোসেন, আল মাদ্রাসাতুল জামহুরিয়ার অধ্যক্ষ আখতার হোসেন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, গণসাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রউফ, আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা প্রমুখ।
গণসাক্ষরতা অভিযান এবং আলো’র যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আলো’র সহ সভাপতি শিবেন্দ্র নাথ চৌধুরী।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …