সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে শিক্ষা বাজেট বিষয়ে মতবিনিময় সভা

নাটোরে শিক্ষা বাজেট বিষয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ্য অর্জনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে জেলায় শিক্ষা বাজেট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

সভায় বক্তারা বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ্য অর্জনের ১২টি সূচকের মধ্যে অন্যতম গুণগতমানের শিক্ষা নিশ্চিত করা। পথ পরিক্রমায় আমাদের গন্তব্য ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ। এই লক্ষ্য পূরণে গুণগত শিক্ষার কোন বিকল্প নেই। প্রতিবছর শিক্ষা বাজেটে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের বাজেটে শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ জিডিপি’র ২.০৮ শতাংশ। এই বরাদ্দ ছয় শতাংশে উন্নীত করার দাবী জানান বক্তারা।

পাশাপাশি বাজেট বরাদ্দের বিদ্যমান সুযোগ কাজে লাগিয়ে গুণগত শিক্ষা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা গণসাক্ষরতা অভিযান ও ‘আলো’র আয়োজনে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রওনক জাহান, জেলা শিক্ষা অফিসার আখতার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র ও অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …