নিজস্ব প্রতিবেদক:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে নাটোরে শিক্ষকদের সাঙ্গে সাংবাদিক নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল দশটায় ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন নাটোর মহারাজা জগদিন্দ্র নাথ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা প্রায় দেড়শ’ বছরের পুরনো মহারাজা বিদ্যালয়কে আলোর বাতিঘর বলে অভিহিত করেন। তাঁরা বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার ফলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে। এ ক্ষতি পূরণে সহায়ক পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের ভূমিকা রয়েছে। শিক্ষার ভিতকে সুসংহত করতে মাধ্যমিক পর্যায়ে বাংলা ভাষাসহ ইংরেজী ও গণিত বিষয়ে বেশী গুরুত্ব দেওয়া উচিৎ বলেও বক্তারা মতামত ব্যক্ত করেন।
নাটোর মহারাজা জগদিন্দ্র নাথ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহিদুর রহমান সভা প্রধানের দায়িত্ব পালন করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য তানভীর আহমেদ, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী, দেশ রুপান্তর প্রতিনিধি আব্দুল হাকিম, নাটোর প্রেসক্লাবের নির্বাচিত ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিয়াজুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভা শেষে বিদ্যালয়ের দুই প্রাক্তন মেধাবী ছাত্র ফারাজী আহম্মদ রফিক বাবন এবং বাপ্পী লাহিড়ী গত শনিবার অনুষ্ঠিত নাটোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় শিক্ষকমন্ডলীর পক্ষ থেকে।
আরও দেখুন
সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন
নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …