শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে শিক্ষার্থীদের জন্যে ‘এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি’

নাটোরে শিক্ষার্থীদের জন্যে ‘এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি’

নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ‘এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি’ শীর্ষক আলোচনা, প্রাম্যণ্য চিত্র প্রদর্শনী এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নাটোর সদর উপজেলার পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যে এই কর্মসূচীর আয়োজন করে জেলা তথ্য অফিস। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে অংশগ্রহন, যুদ্ধের বিবরণ, বিজয় অর্জন নিয়ে গল্প বলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নাটোর জেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। তিনি শিক্ষার্থীদের যুদ্ধকালীন সময়ের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আখতার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী এবং স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল হোসেন সভা প্রধানের দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র উপভোগ করে। পরে প্রদর্শিত ঐ প্রামাণ্য চিত্রের উপরে কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়।

জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ‘এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি’ শীর্ষক আলোচনা, প্রাম্যণ্য চিত্র প্রদর্শনী এবং কুইজ প্রতিযোগিতা জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজনের কর্মসূচী চলমান থাকবে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …