শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে শিক্ষার্থীদের উদ্যোগে বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহ অব্যাহত

নাটোরে শিক্ষার্থীদের উদ্যোগে বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক:  নাটোরে শিক্ষার্থীদের উদ্যোগে বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহ অব্যাহত রয়েছে। আজ সোমবার সকালে শহরের মাদ্রাসা মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে বন্যার্তদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ করেন। রাস্তায় চলমান মানুষ থেকে শুরু করে অটোচালক রক্সিা যাত্রী মোটর বাইক যাত্রী সহ সকল শ্রেণীর জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে তাদের সাধ্যমত বন্যার্তদের সহযোগিতার জন্য অর্থ প্রদান করছে। কেউ আবার পোষাক, শুকনো খাবার দান করছেন। জনি প্রামানিক, শিশির মাহমুদ, শেখ ওবায়দুল্লাহ মিমি সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, তারা বন্যা কবলিত মানুষের সহযোগিতার জন্য তারা মাঠে নেমেছেন। তাদের এই উদ্দ্যেগকে সকলইে সাধুবাদ জানিয়ে যার যার সাধ্যমত সহযোগিতা করছেন। কেউ নগদ অর্থ, কেউ পোষাক, কেউ আবার শুকনো খাবার দিয়ে তাদের সাধ্যমত ত্রাণ তহবিলে দান করে যাচ্ছেন। সংগ্রহকৃত ত্রাণ তারা বন্যার্তদের সহযোগিতার জন্য পাঠিয়ে দেবেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …