নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামের এক শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার দেওশীন উচ্চ বিদ্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
এসময় বক্তারা বলেন, গত ১৫ ফেব্রুয়ারি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথাকাটিতে জড়ায় স্থানীয় কয়েকজন বখাটে। পরে তারা শিক্ষার্থীদের মারধর করে। খবর পেয়ে বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমজাদ হোসেন বখাটেদের বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত শিক্ষকের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে শিক্ষককে মারপিট, সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন
আরও দেখুন
লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …