সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত করতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন

নাটোরে শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত করতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত করতে ৫৩ চাঁপাইনবাবগঞ্জ রেজিমেন্ট থেকে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ ১৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসানের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক এবং মন্ডপ প্রদক্ষিণ করেন বিজিবির সদস্যরা। এছাড়া জেলায় মন্ডপ মন্দির গুলোতে নিরাপত্তা জোরদার করতে মাঠে নেমেছেন পুলিশ।

উল্লেখ্য কুমিল্লার একটি মন্দিরে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে কয়েকটি জেলার মন্ডপ এবং মন্দিরগুলোতে হামলার ঘটনা ঘটেছে। তারই প্রেক্ষিতে এরকম নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট সূত্র। জেলা প্রশাসক শামীম আহমেদ জানিয়েছেন, নিরাপত্তা কোন আশঙ্কা না থাকলেও পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তার জন্যই এই বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …