সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করেন উমা চৌধুরী

নাটোরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করেন উমা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
নাটোর প্রতিনিধি নাটোরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করেন পৌর মেয়র উমা চৌধুরী। আজ ১৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটার দিকে নীচাবাজারস্থ নিজ বাসভবনের কার্যালয়ে এই বস্ত্র বিতরণ করেন তিনি। এসময় তিনি ৩০০ জন নারীর প্রত্যেকে একটি করে শাড়ি এবং ১০০ জন পুরুষের প্রত্যেকে একটি করে লুঙ্গি উপহার দেন। প্রতি বছরের ন্যায় এবারও তিনি ব্যক্তিগত তহবিল থেকে এই সকল দরিদ্র মানুষের মাঝে শাড়ি এবং লুঙ্গি বিতরণ করেন তিনি।

বস্ত্র বিতরণ কালে মেয়র জানান সকল মানুষের কাছেই তিনি যদি তার উপহার পৌঁছে দিতে পারতেন তাহলে পূজার আনন্দ টা আরো বেশি পাওয়া যেত কিন্তু সীমিত অর্থ থেকে খুব বেশি মানুষের মাঝে বস্ত্র বিতরণ খুবই কঠিন কাজ। তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান, নিজেদের বিলাসিতা একটু কম করে পূজার সময় এই সকল দরিদ্র মানুষের মাঝে আপনারা বস্ত্র এবং খাদ্য বিতরণ করলে ধর্মের মহিমা আরো বাড়ে।

তিনি আরো জানান বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ কোন মানুষ অন্য হীন বস্ত্রহীন থাকবে না। তার জন্যেই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনারা তার কল্যাণের জন্য পূজার সময় মা দুর্গার কাছে প্রার্থনা করবেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …