রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে শারদীয় দুর্গোৎসবের মহানবমী পালিত

নাটোরে শারদীয় দুর্গোৎসবের মহানবমী পালিত

নিজস্ব প্রতিবেদক:
ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে চতুর্থ দিনের মত নাটোরে পালন করা হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আজ  রবিবার সকল দুর্গামন্দিরে মহানবমীবিহিত পূজার মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকালে মায়ের পায়ে অঞ্জলি দিয়েছে মন্দিরে আগত ভক্ত মন্ডলী। পরে ভোগ আরতীসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে নবমী পূজার আনুষ্ঠানিকতা । পৃথিবী থেকে করোনাসহ শুভ শক্তি নাশ করতে পুজা মন্ডপে মন্ডপে করা হচ্ছে হোমযজ্ঞ।

এসময় শঙ্খ, উলুধ্বনি এবং ঢাকের শব্দে মুখরিত হয়ে উঠে পূজা মন্ডপগুলো। সন্ধ্যায় পূজা,আরতি এবং ভোগরাগের মধ্য দিয়ে শেষ হবে মহানবমীর আনুষ্ঠানিকতা। ভক্তমন্ডলী অপেক্ষা করবে মাকে বিদায় দেওয়ার দিন শারদীয় দূর্গোৎসবের শেষ দিনের পূজার জন্য।

আরও দেখুন

লালপুরে  শিক্ষা বিষয়ক সেমিনার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার  (৫ অক্টোবর ) নাটোরের লালপুর উপজেলার কলস নগর উচ্চ বিদ্যালয়ে  সকাল …