শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের চেক বিতরণ

নাটোরে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক:নাটোরে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা এগারোটার দিকে শহরের গাড়ীখানায় অবস্থিত মন্দির ভিত্তিক শিশু গণ শিক্ষা কার্যক্রম এর জেলা কার্যালয়ে এই চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি।হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর বিভাগীয় ট্রাস্টি তপন কুমার সেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জয়কালী মাতার মন্দির কমিটির সভাপতি খগেন্দ্র নাথ সাহা, ২নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দির ভিত্তিক শিশু গণ শিক্ষা কার্যক্রম এর সহকারী পরিচালক আরিফুর রহমান।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে শারদীয় দুর্গাপূজা ১৪২৭/২০২০ উদযাপনে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে জেলার ৫টি দুস্থ মন্দিরের অনুকুলে এক লক্ষ ৪৫ হাজার চেক বিতরণ করা হয়।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …