নিজস্ব প্রতিবেদক, শারদীয় দুর্গাপূজা-২০১৯ যথাযোগ্য মর্যাদায় ও শান্তিপূর্ণভাবে উপযাপনের লক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পৌর মেয়র ও মা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রিয়াজ বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আশরাফুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শরীফুন্নেসা সদর উপজেলা নির্বাহি অফিসার জেসমিন আক্তার বানু প্রমূখ। এছাড়াও বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এই সভায় যোগ দেন। সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …