নিজস্ব প্রতিবেদক:
নাটোরে শহীদ জননী জাহানারা ইমামের ২৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে আজ ৪জুন শনিবার বেলা সাড়ে দশটাপ দিকে কান্দিভিটা জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলন শীর্ষক “আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সঞ্চালনা করেন এ্যাডঃ মালেক শেখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।আলোচনা সভায় বক্তারা একাত্তরের ঘাতক দালাল নির্মূল করতে শহীদ জননী জাহানারা ইমামের ভূমিকার কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় একাত্তর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। এছাড়া উপস্থিত ছিলেন, একাত্তর ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক , একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নাটোর জেলা সভাপতি উমা চৌধুরী জলি, উপধ্যক্ষ কামরুজ্জামান প্রমুখ।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …