সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে শঙ্খধ্বনি উলুধ্বনি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নাটোরে শঙ্খধ্বনি উলুধ্বনি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে শঙ্খধ্বনি উলুধ্বনি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত জয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের শ্রীমণ মহাপ্রভু মন্দির প্রাঙ্গণে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে জাতীয় পর্যায়ে শঙ্খধ্বনি, উলুধ্বনি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২০ অনুষ্ঠানে উপষ্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাভোকেট প্রসাদ কুমার তালুকদার,সাধারন সম্পাদক এ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট সুশান্ত কুমার ঘোষ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস প্রমুখ। জেলার প্রায় সব উপজেলা থেকে প্রতিযোগিরা এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীনীদের পুরস্কার প্রদান ছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হয়। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ঐতিহ্য বজায় রাখার জন্যেই এই প্রতিযোগিতার আয়োজন বলে জানান আয়োজকরা।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …