নিজস্ব প্রতিবেদক:
ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ঐতিহ্য সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের উদ্যোগ বিষয়ক লোক লোকালয় অনুষ্ঠানের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নাটোরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় নাটোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। এখন আর এই জনগোষ্ঠি অনগ্রসর নয়। বাংলাদেশের জাতিসত্তার অনন্য সৌন্দর্য্য হচ্ছে এদেশে বসবাসরত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহনে ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে দোলা-যা দেশের বৈষম্যমুক্ত উন্নয়নের সহায়ক শক্তি।
নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তার, বাংলাদেশ টেলিভিশন নাটোর উপকেন্দ্রের উপ সহকারী প্রকৌশলী বিলাশ কুমার, জেলা পুলিশের অপরাধ শাখার ইন্সপেক্টর জিয়া লতিফুল, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি রনেন রায়, ডেইলি অবজারভার প্রতিনিধি এস এম সেদরুল হুদা ডেভিড প্রমুখ। বিটিভি’র জেলা প্রতিনিধি অনুষ্ঠান পরিচালনা করেন।
পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …