বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে লালপুরে পুলিশের মাঝে পিপিই বিতরণ

নাটোরে লালপুরে পুলিশের মাঝে পিপিই বিতরণ

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ


করোনা ভাইরাস প্রতিরোধে নাটোরের লালপুরে পুলিশের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২মে ) বিকালে লালপুর থানায় ঢাকা বুয়েটের সাবেক ছাত্র নেতা” মানুষ মানুষের জন্য” ফাউন্ডেশন এ-র ঢাকা ডিআইজি রাজনৈতিক এসবি শাখা ইঞ্জনিয়ার এজেডএম নাফিল ইসলামের পক্ষ থেকে লালপুর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার হাতে পিপিই তুলে দেন সিংড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল সরদার।

এ সময় আরোও উপস্থিত জহুরুল ইসলাম জনি। এসময় করোনাভাইরাস প্রতিরোধ কাজের সুবিধার্থে এই পিপিই তুলে দেওয়া হয়।

আরও দেখুন

নাটোরে হেরোইন সহ এক নারী আটক

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে হিরোইন সহ মোছাঃ সুবর্না আক্তার সোনিয়া (২৮) নামের এক নারী বাস যাত্রীকে আটক …