নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ দুই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নিখোঁজের স্বজনরা ওই দুজনের মরদেহ উদ্ধার করে।
এদের মধ্যে বালিতিতা ইসলামপুর গ্রামের আতব্বরের ছেলে সেলিমের মরদেহ ঈশ্বরদী সাড়াঘাট এলাকা এবং একই গ্রামের ছইমুদ্দিনের ছেলে সাবের ওরফে পুকিনের মরদেহ কুষ্টিয়ার লালন সেতুর পাশ থেকে উদ্ধার করা হয়। লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
অপরদিকে মৃত ব্যক্তিদের স্বজনরা জানান, মরদেহ দুটি উদ্ধার করে তারা বাড়ির পথে রওনা হয়েছেন। উল্লেখ্য ২১ জুন রবিবার বিকেল চারটার দিকে লক্ষীপুর বালু ঘাট এলাকায় চরের জমিতে চিনা বাদাম তুলে ফেরার পথে তীব্র স্রোত ও ঝড়ো হাওয়ায় নৌকা ডুবির ঘটনা ঘটে। এঘটনায় সেলিম ও সাবের ওরফে পুকিন নিঁখোজ হয়। এরপর ফায়ার সার্ভিস ও ডুুবরি দল তাদের উদ্ধারে অভিযানে নামে। অবশেষে আজ তাদের মরদেহ উদ্ধার হয়।