রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে লালপুরের গোপালপুর রেল গেটে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ ৩ জনের মৃত্যু

নাটোরে লালপুরের গোপালপুর রেল গেটে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ ৩ জনের মৃত্যু

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরের গোপালপুর রেল গেটে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১ টার দিকে উপজেলার গোপালপুরে রেলওয়ে গেটে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন লালপুরের নারায়নপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মুনতাজ মাস্টার,মৃত বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন শেখ ও মুনজুর রহমানের স্ত্রী সাথী বেগম। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) জালাল উদ্দিন ও স্থানীরা জানান, দুপুর ১ টার দিকে উপজেলার গোপালপুরে রেলওয়ে গেটে হতে নারায়ণপুর নামক স্থানে দুই লাইন দিয়ে ট্রেন যাচ্ছিল। সেই সময় অসাবধানতাবসত লাইন পার হওয়ার সময় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মুনজুর মাষ্টার, জমির উদ্দিন ও স্ত্রী সাথী বেগম মৃত্যু বরণ করে। পুলিশ জানায় বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …