নিজস্ব প্রতিবেদক:
করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের সপ্তম দিনেও নাটোরের বাজারে অপ্রয়োজনে মানুষের চলাফেরা লক্ষ্য করা গেছে। আজ মঙ্গলবার সকাল থেকে দূরপাল্লার ও আন্তঃজেলা বাস ও ট্রাক চলাচল বন্ধ থাকলেও ব্যাটারী চালিত অটোরিক্সা, ভ্যান এবং সিএনজিসহ ছোট যানবাহনের স্বাভাবিক চলাচল লক্ষ্য করা গেছে।
সরকারি বিধিনিষেধ মেনে বন্ধ রয়েছে বেশীরভাগ দোকানপাট। রাস্তাঘাটে এবং বাজারে লোকজনের চলাফেরাও ছিলো প্রায় স্বাভাবিক। সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি না মেনেই অনেককে নানা অযুহাতে ঘোরফেরা করতে দেখা গেছে। সকাল থেকে আইন-শৃংখলা বাহিনীর তৎপরতা থাকলেও তা খুব একটা কার্যকর হচ্ছে না।
আরও দেখুন
সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন
নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …