নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পৃথক দুইটি অভিযানে হত্যা মামলায় ১ জন ও ধর্ষণ মামলার১ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, হত্যা মামলার পলাতক আসামী রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর পশ্চিমপাড়া এলাকার মৃত মোসলেম প্রামনিক এর ছেলে মাসুদ (৪০) ও ধর্ষণ ও অপহরণ মামলার পলাতক আসামী নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার শ্যামপুর গ্রামের জয়নাল এর ছেলে রকি আহমেদ (২০)।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত গুরুদাসপুর থানাধীন কাছিকাটা মোড় এলাকায় এবং নাটোর জেলার সদর থানাধীন বড়হরিশপুর এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে। এ সময় নাটোর জেলার সদর থানাধীন বড়হরিশপুর এলাকার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হত্যা মামলার পলাতক আসামী মাসুদ ও গুরুদাসপুর থানাধীন কাছিকাটা মোড় এলাকা থেকে ধর্ষণ ও অপহরণ মামলার এজাহারনামী পলাতক আসামী রকি আহমেদকে আটক করা হয়।
উল্লেখ্য, যে হত্যা মামলার পলাতক আসামী মাসুদ ভারতীয় তৈরী অবৈধ ফেন্সিডিল কেনাবেচাকে কেন্দ্র করে বিরোধের জেরে গত ৮ অক্টোবরে রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসুফপুর গ্রামের শান্ত আলী (১৮) কে পরিকল্পিতভাবে হত্যা করে কচুক্ষেতের মধ্যে জমে থাকা পানিতে মরদেহ লুকিয়ে রাখে। এছাড়া ধর্ষণ ও অপহরণ মামলার পলাতক আসামী রকি আহমেদ গত ৮ অক্টোবর দুপুর দেড় টার দিকে ৮ম শ্রেণী পড়ুয়া ১৫ বছরের এক নাবালিকা ভিকটিমকে স্কুল যাওয়ার পথে অপহরণপূর্বক ধর্ষণ করে দীর্ঘদিন পলাতক থাকে এবং পরবর্তীতে এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে গুরুদাসপুর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা করেন।
এ ঘটনায় উক্ত আসামীদের নাটোর জেলার গুরুদাসপুর থানা ও রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় হস্থান্তর করা হয়েছে।