সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে র্যাব পুলিশের টহল জোরদার

নাটোরে র্যাব পুলিশের টহল জোরদার

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে র্যাব পুলিশের টহল জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকেই র্যাব এবং পুলিশের সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ স্থানে টহল দিতে দেখা যায়। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে সারা দেশে হেফাজতের কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে নাটোরেও আকস্মিকভাবে সকালে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে হেফাজত নেতারা।

প্রশাসনের কঠোর অবস্থানের কারণে দুপুর পর্যন্ত কোনো রকম বিক্ষোভ সমাবেশ করতে পারেনি তারা। এব্যাপারে হেফাজতের নেতা মাওলানা রফিকুল ইসলাম এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, নাটোর জেলা হেফাজতের নেতারা কোন রকম কর্মসূচি দেবেন না বলে তাদের নিশ্চিত করেছেন। তার পরেও পুলিশ কঠোর অবস্থানে থাকবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …