শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে রোলার স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোরে রোলার স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরে মহান বিজয় দিবস উদযাপন ও জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবস রোলার স্কেটিং প্রতিযোগিতা। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আয়োজনে এবং নাটোর স্কেটিং ক্লাব এর ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে। ছয়টি বয়সভিত্তিক ইভেন্টে প্রতিযোগীরা তাদের দক্ষতা প্রদর্শন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মো. জারিফ বলেন, নাটোরে স্কেটিং নিয়ে এমন আয়োজন আমরা অত্যন্ত খুশি। আমার মতো অনেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এসেছি। সবাই অনেক আনন্দ করছি। আয়োজকদের ধন্যবাদ জানাই এমন আয়োজনের জন্য। আয়োজক এসআরআই ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ বলেন, বর্তমানে স্কেটিং বিশ্বব্যাপী একটি জনপ্রিয় খেলা হিসেবে স্বীকৃত। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে আমাদের দেশের প্রতিভাবান স্কেটাররা আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারবে। সেইসাথে খেলাধুলাই পারে যুবসমাজকে মাদকের থেকে দূরে রাখতে। মাদকের সবচেয়ে বড় শত্রু খেলাধুলা। এই আয়োজন নাটোরে ক্রীড়া জগতে নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে। এসময় ফাউন্ডেশন-এর যুব প্রধান রাহীক খান চৌধুরী মো. নাদিম , নাহিদ হাসান উপস্থিত ছিলেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …