নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের লালপুরে রেল লাইনের ধার থেকে রাসেদুল ইসলাম নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার মনিকহার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ২৫ বছর বয়সী নিহত রাসেদুল কুষ্টিয়ার হাটহরিপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিহির রঞ্জন দেব জানান, সকালে আজিমনগর রেলওয়ে স্টেশনের পাশেই লাইনের ধারে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা রেলওয়ে পুলিশকে ঘটনাটি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় তারা।
মরদেহের মাথার পেছনের দিকে জখমের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে নিহত ব্যক্তি কোন ট্রেনের যাত্রী ছিলেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …