নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর জেলা ইউনিট খাদ্য সহায়তা বিতরণ করেছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার শংকর ভাগ প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। ইউনিটের পক্ষ থেকে করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের শংকরভাগ গ্রামের আদিবাসীদের মাঝে খাদ্য সামগ্রীর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জেলা পরিষদের চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট নাটোর জেলা ইউনিটের চেয়ারম্যান এ্যাডভোকেট সাজেদুর রহমান খান, ইউনিটের ভাইস চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, রেড ক্রিসেন্টের যুব ইউনিটের প্রধান মৌমিতা ভট্টাচার্য প্রমুখ।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …