নিজস্ব প্রতিবেদক: নাটোরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার নূরুল ইসলামের (৭৫) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার নাটোর সদর উপজেলার ছাতনী উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ ও মুক্তিযোদ্ধারা তাকে গার্ড অব অনার দেন। গার্ড অব অনারে সালাম গ্রহণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এর পর জানাযা শেষে জাতীয় পতাকায় ঢেঁকে মরহুমের লাশ কাঁধে বহন করে ছাতনী পারিবারিক কবর স্থানে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ ও মুক্তিযোদ্ধারা গার্ড অব অনার প্রদর্শন করেন। গার্ড অব অনার শেষে মরহুমের লাশ দাফন করা হয়। নূরুল ইসলাম বার্দ্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে রবিবার রাতে তার মৃত্যু হয়। আজ সোমবার তার লাশ নিজ বাড়ী ছাতনীতে এসে পৌঁছে। মৃত্যু কালে তিনি স্ত্রী , ১ছেলে ও ৩ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আরও দেখুন
লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …