শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে রাতভর অবৈধ্য মাটিবাহী গাড়ির শব্দে অতিষ্ঠ জনজীবন

নাটোরে রাতভর অবৈধ্য মাটিবাহী গাড়ির শব্দে অতিষ্ঠ জনজীবন

নিজস্ব প্রতিবেদক: 

নাটোর আশ্বিনা বাগান বাজার সংলগ্ন বিলে অবাধে চলছে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন। দিনে-রাতে এমন পুকুর খননে হুমকিতে পড়েছে কৃষকসহ স্থানীয়রা। পুকুর খননের মাটি বিক্রি করা হচ্ছে জেলার বিভিন্ন উপজেলায়, আর মাটিতে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি রাস্তা।
আবার এই কাদা-মাটি রাস্তার পড়ে থাকায় সড়ক দুর্ঘটনার প্রবণতাও বাড়ছে দিনে দিনে। অথচ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। যেনো রাতের আধাঁরে জিকির চলছে এমন অবস্থা হয়ে দাড়িয়েছে এ জেলা জুড়ে। মাটিবাহী গাড়ির শব্দে বিরক্ত হচ্ছে জনসাধারণ।

জানা গেছে, নাটোরের সাজু নামের এক ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে জেলার বিভিন্ন উপজেলায় দিনে-রাতে পুকুর খনন করছে। সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে নানা ভাবে হুমকির স্বীকার হচ্ছে এই প্রভাবশালীর কাছ থেকে।
নাটোরের বাগাতিপাড়া, সিংড়া, নাটোর সদর, বড়াইগ্রাম, গুরুদাসপুর ও নলডাঙ্গার প্রায় ২৫টি বিলে ৩০টি পুকুর খনন করছেন তিনি। এদিকে উপজেলা প্রশাসন দাবি করছেন পুকুর খননের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। যদিও ১ মাসে কোনো অভিযানই চোখে পড়েনি কারও।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, অবৈধ পুকুর খনন করলে কাউকে ছাড় দেয়া হবে না। ইউএনওদের অভিযানে নির্দেশ প্রদাণ করা হয়েছে।

আরও দেখুন

নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …