নিজস্ব প্রতিবেদক:
নাটোর আশ্বিনা বাগান বাজার সংলগ্ন বিলে অবাধে চলছে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন। দিনে-রাতে এমন পুকুর খননে হুমকিতে পড়েছে কৃষকসহ স্থানীয়রা। পুকুর খননের মাটি বিক্রি করা হচ্ছে জেলার বিভিন্ন উপজেলায়, আর মাটিতে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি রাস্তা।
আবার এই কাদা-মাটি রাস্তার পড়ে থাকায় সড়ক দুর্ঘটনার প্রবণতাও বাড়ছে দিনে দিনে। অথচ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। যেনো রাতের আধাঁরে জিকির চলছে এমন অবস্থা হয়ে দাড়িয়েছে এ জেলা জুড়ে। মাটিবাহী গাড়ির শব্দে বিরক্ত হচ্ছে জনসাধারণ।
জানা গেছে, নাটোরের সাজু নামের এক ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে জেলার বিভিন্ন উপজেলায় দিনে-রাতে পুকুর খনন করছে। সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে নানা ভাবে হুমকির স্বীকার হচ্ছে এই প্রভাবশালীর কাছ থেকে।
নাটোরের বাগাতিপাড়া, সিংড়া, নাটোর সদর, বড়াইগ্রাম, গুরুদাসপুর ও নলডাঙ্গার প্রায় ২৫টি বিলে ৩০টি পুকুর খনন করছেন তিনি। এদিকে উপজেলা প্রশাসন দাবি করছেন পুকুর খননের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। যদিও ১ মাসে কোনো অভিযানই চোখে পড়েনি কারও।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, অবৈধ পুকুর খনন করলে কাউকে ছাড় দেয়া হবে না। ইউএনওদের অভিযানে নির্দেশ প্রদাণ করা হয়েছে।