রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / নাটোরে রাজনীতিবিদ জেছের আলী (মহুরী)’র ইন্তেকাল

নাটোরে রাজনীতিবিদ জেছের আলী (মহুরী)’র ইন্তেকাল

নাটোর প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ বাংলাদেশ ওয়ার্কাস পার্টি বাগাতিপাড়া উপজেলা শাখার সদস্য জেছের আলী মাল (মহুরী) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২০ এপ্রিল ২০২১) ভোর ৪টার দিকে তিনি তাঁর নিজ বাসভবনে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুর আগে তিনি নানাবিধ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, এক ছেলে ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে মৃত্যুবরণ করেন। প্রয়াত জেসের আলী উপজেলার জামনগর ইউনিয়নের দবিলা গ্রামের বাসিন্দা।

১৯৭৩ সালে সাম্যবাদী দলের সদস্য হওয়ার মধ্য দিয়ে প্রয়াত জেছের আলী মাল তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির অন্যতম কর্মী হিসেবে বাগাতিপাড়া উপজেলা ও জামনগর ইউনিয়নের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন গণমানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন। তিনি বাগাতিপাড়া সাব-রেজিষ্ট্রি অফিসের একজন প্রবীন দলিল লেখক ছিলেন।

মঙ্গলবার বাদ জোহর প্রয়াত জেছের আলীর জানাজার নামাজ শেষে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির নেতা কর্মীসহ এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে জানাজায় অংশগ্রহণ করেন নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাদল, নাটোর প্রেসক্লাবের সভাপতি ও প্রয়াত জেছের আলীর ভাতিজা জালাল উদ্দিন, বাগাতিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, জামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, মিজানুর রহমান মিজান, আব্দুল করিম, রফিকুল ইসলাম মন্টু প্রমুখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …